বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে পলাশ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে একটি দল ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। তাকে জেলা গোয়েন্দা শাখায় হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশাল এলাকায় গণপিটুনি দিয়ে সহোদর দুই ভাইক হত্যা করা হয়েছে। সোমবার রাতে ঘোড়াশালের ভাগদী গ্রামের কুড়ইতলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।